THERE IS NO MIND JUST STIMULUS: BE PROUD OF DIRTY WORK

 

I don't believe in Mind Power. I believe in Stimulation. Everything is conditional. So if you have a duty, stimulate your self accordingly. if you find your self in bad situations, know that its because of bad stimulation. The question is what is stimulating you in a negative way? Fear and Pain will alert you that your body cant bare a task, right then is the best time to forgive your self of any sort of humiliation and go forth with the painful task. be proud of dirty work and you will get a reward stimulation to get down on your knees and get dirty.
তুমি যা বলছো, তা মূলত এই যে, আমাদের কাজ এবং প্রতিক্রিয়াগুলো বাইরের প্রভাব দ্বারা নির্ধারিত হয়। তুমি মনে করো যে, যেকোনো পরিস্থিতি আসলে নির্দিষ্ট উদ্দীপনার ফলাফল। যখন আমরা ভয় বা কষ্ট অনুভব করি, তখন এটা শরীরের সংকেত যে কাজটা কঠিন হতে পারে। কিন্তু সেই মুহূর্তে নিজেকে ক্ষমা করে সামনে এগিয়ে যাওয়ার কথাই তুমি বলছো।

তুমি বলছো, কঠিন কাজ বা কষ্টকর মুহূর্তগুলোতে নিজেকে গর্বিত করতে হবে। "নোংরা" বা কঠোর কাজকেও সম্মানের সঙ্গে গ্রহণ করতে হবে, কারণ এতে আমাদের ভেতরে এক ধরনের ইতিবাচক উদ্দীপনা জন্মায়। তোমার কথা থেকে বোঝা যায় যে, যে কাজই হোক, যদি আমরা সাহসিকতার সঙ্গে সেটাকে গ্রহণ করি, তাহলে শেষমেশ আমরা তৃপ্তি পাবো এবং পুরস্কারস্বরূপ এক ধরনের আত্মতৃপ্তি অনুভব করব।

Comments

Popular posts from this blog

Spirits, Ghosts and posessions

Updatable religion: True Good

Afrodite Andalib's Lessons: from Philosophy and Life